ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) ভোরে (বাংলাদেশ সময়) চিলির রাজধানী সান্তিয়াগোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটি। ২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরিরা। ফাইনালে সুযোগ ছিল ১৮ বছরের খরা কাটানোর। টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেবারিট ভাবা হচ্ছিল। যদিও ম্যাচজুড়ে ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও প্রতিপক্ষের জালের দেখা পায়নি আর্জেন্টাইনরা। উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কোনরা। সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামলেও মরক্কোর সামনে হার মানতে হয় তাদের। পর্তুগালের শীর্ষ লীগের ক্লাব এফসি ফামালিকাওয়ে খেলা ইয়াসির জাবিরি প্রথমার্ধে দুটি গোল করে মরক্কোকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। শেষ পর্যন্ত আফ্রিকার...