এসব মানুষের কর্মসংস্থানের জন্য তৈরি হচ্ছে গার্মেন্টস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ ওষুধ শিল্পের মতো প্রতিষ্ঠান। ফলে নগরে যেমন বাসস্থানের জন্য ঘনবসতি গড়ে উঠছে, তেমনি কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পাঞ্চলের পরিধি বাড়ছে। তবে উদ্বেগের বিষয় হলো ঘনবসতি এবং খুব কাছাকাছি কারখানাগুলো গড়ে ওঠায় কোনো অগ্নিকা-ের ঘটনা ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এক কারখানা থেকে পার্শ্ববর্তী কারখানায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগছে না। এতে বহু মানুষের জীবনহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তাদের অনেক সীমাবদ্ধতাও রয়েছে। যার ফলে কোথাও কোনো অগ্নিকা-ের ঘটনা ঘটলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যাচ্ছে। যার কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এজন্য আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে হবে। ফায়ার সার্ভিস কর্মীদের সুযোগ সুবিধা বাড়াতে...