বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৫৫৭টি। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক হাজারের বেশি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে মোট এক হাজার ২০০ আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৬০০ এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬০০ আসন কমানোর প্রস্তাব করেছে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছে, বিগত সময়ে...