‘হাম আংরেজো কে জামানেকা জেলার হ্যায়’, তাঁর মুখে শোলের এই সংলাপ আজও ভুলতে পারেনি হিন্দি সিনেমাপ্রেমীরা। প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ থেকেছে তাঁর কমিক টাইমিংয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় মিমগুলোর একটি তাঁরই সংলাপ, ‘আচ্ছা হে ম্যায় আন্ধা হু’। এমন সাবলীলভাবে হাসাতে ক'জন পারেন? কিন্তু আলোর উৎসব দীপাবলির দিন সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউড অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি আসরানি নামেই পরিচিত। দীর্ঘ অসুস্থতার পর সোমবার বিকেল ৪টার দিকে না ফেরার দেশে চলে যান প্রবীণ অভিনেতা। বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর ভাগ্নে অশোক আসরানি অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অশোক...