মার্কিন হামলায় গত জুনে ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সোমবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি তার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে ‘স্বপ্ন দেখতে’ বলেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের এই অধিকার নিয়েও প্রশ্ন তোলেন, ‘যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে, তবে তারা কী রাখতে পারবে বা পারবে না, তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টের আছে কি না।’ ইসরায়েল জুনের মাঝামাঝি সময়ে ইরানের ওপর এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে। অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রও এই হামলায় যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে।গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ করে দেওয়ার...