এবার ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তিনি এই আহ্বান জানান। ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প বলেন, বর্তমান অবস্থা মেনে নিয়ে যুদ্ধ থামান। সোমবার টিআরটি ওয়ার্ল্ডের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট কোনো ভূমিকা ছাড়া জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামিয়ে দেওয়ার কথা বলেন। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ারও আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে।একইসঙ্গে বর্তমান যুদ্ধরেখাকেই ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে ইউক্রেনকে পরামর্শ দেন তিনি।রবিবার ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির...