নারীরা মায়ের জাতি। তাই তাদের মনটা অতি সরল। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলে। এই বিশ্বাসই অনেক সময় ডেকে আনে চরম বিপদ। সমাজে পুরুষদের নারীদের প্রতি সম্মান করা ও তাদের অধিকার প্রতিষ্ঠা করা যেমন জরুরি তেমনি নারীদেরও বিভিন্ন লোভ লালসা ও পুরুষের ফাঁদ থেকে বিরত থাকা চাই। গত ১৫ সেপ্টেম্বর দেশের প্রথম সারির একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে দেখা যায়, নারীদের লোভে ফেলে চীনা নাগরিকরা ভুয়া স্পাউস ভিসায় চীনে পাচার করে এবং সেখানে তাদের অসামাজিক কাজে বাধ্য করা হয়। এছাড়াও প্রেমের সম্পর্ক করে নারী পাচারের বিভিন্ন সংবাদ বিভিন্ন সময় উঠে আসে। নারীদের ভালো রাখার জন্যই নারীদের সতর্ক করা আমাদের সকলের কর্তব্য। নারীদের অধিকার ভোগের স্বাধীনতা অবশ্যই রাষ্ট্রকে প্রদান করতে হবে। পাশাপাশি পুরুষের অধিকারও যেন হরণ না হয় সে বিষয়ে...