বাংলাদেশে ক্রীড়াঙ্গনে প্রতিভা ঝরে পড়ে। আবার অনেক সময় কোচরা অনেক খেলায় প্রতিভা ঠিকমতো বাছাইও করতে পারেন না। ফুটবলে কোনো প্রতিভা যেন অবিচারের শিকার না হয় এজন্য ফিফা ট্যালেন্ট আইডিন্টিফিকেশন প্রোগ্রামের আওতায় বাফুফে চার দিনের একটি কর্মশালা আয়োজন করবে। ফিফার দক্ষিণ এশিয়ায় উন্নয়নবিষয়ক টেকনিক্যাল কনসালটেন্ট ভুটানিজ কোচ চকি নিমা। তিনি সোমবার,(২০ অক্টোবর ২০২৫) দুপুরে বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেকানে চকি বলেন, ‘ফিফা ট্যালেন্ট ডেভলপমেন্ট স্কিমের অংশ ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। আগামী চারদিন কোচদের খেলোয়াড়দের বাছাই করার নানা প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করব। যাতে পরবর্তীতে কোচরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে পারে।’ বয়সভিত্তিক নারী-পুরুষ প্রতিযোগিতা শেষে বাফুফের কোচরা খেলোয়াড় বাছাই করে থাকে। সেই কোচদের মূলত এই কর্মশালায় রাখা হয়েছে। ‘বিকেএসপি এবং আমাদের যে সব...