বয়সভিত্তিক ফুটবলে অসাধারণ এক সাফল্য পেয়েছে মরক্কো। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ২-০ গোলে জিতেছে মরক্কো। দুটি গোলই করেন ইয়াসির জাবিরি। দ্বাদশ মিনিটে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার ১৭ মিনিট পর, কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জয়ের পর, নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে মরক্কো। আর শিরোপা লড়াইয়ে তারা সহজেই হারাল আর্জেন্টিনাকে। যেকোনো বয়সের ফুটবলে এই প্রথম কোনো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেল মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে এই সাফল্য পেল তারা। আর ২০০৯ সালে গানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে এই প্রতিযোগিতার ট্রফি জিতল মরক্কো। অসাধারণ এই অর্জনে যেন নতুন এক বার্তাও দিচ্ছে মরক্কো; ফুটবল জগতে যেন...