দিওয়ালি উপলক্ষে পুরোনো দিল্লির ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকান পরিদর্শনে গিয়েছিলেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সেখানে দোকান মালিক সুশান্ত জৈন কংগ্রেস সাংসদকে জানান, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তিনি বিয়ে করবেন, যাতে তাঁরা বিয়ের মিষ্টির অর্ডার পেতে পারেন। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশান্ত জৈন রাহুল গান্ধিকে ভারতের ‘সবচেয়ে যোগ্য ব্যাচেলর’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান যে, রাহুল গান্ধি তাঁর বন্ধু-বান্ধব ও পরিবারের জন্য মিষ্টি কিনতে চেয়েছিলেন। জৈন বলেন, ‘তিনি (রাহুল গান্ধি) তাঁর বাড়ি, বন্ধু এবং আত্মীয়দের জন্য মিষ্টি কিনতে চেয়েছিলেন। আমি বললাম, স্যার, আপনাকে স্বাগত জানাই—এটা আপনারই দোকান।’ দোকান মালিক আরও বলেন, ‘যখন তিনি এলেন, তখন বললেন যে তিনি নিজেই মিষ্টি বানাবেন এবং চেখে দেখবেন। তাঁর বাবা, প্রয়াত রাজীব জি, ইমারতি খুব পছন্দ করতেন, তাই আমি বললাম, স্যার,...