এয়ার চায়নার একটি যাত্রীবাহী উড়োজাহাজে যাত্রীর ব্যাগে থাকা ব্যাটারি থেকে আগুন লাগার পর বিমাটি জরুরি ভিত্তিতে সাংহাইয়ে নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব চীনের হাংঝো শহর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল বিমানটি। যাত্রাপথে এক যাত্রীর হাতব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে, যা বিমানের ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা ছিল। ক্রু সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন, এবং কেউ আহত হননি, বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে সেটিকে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। চীনের রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম জিমু নিউজ–এর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বিমানের...