২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম চোটের কারণে ওয়েন্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেছেন দুই পেসার। তবে মিরপুরের উইকেটের কথা শুনে তারা শক্তি বাড়াল স্পিন বিভাগে। বাঁহাতি স্পিন অলরাউন্ডার আকিল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়ানডে দলে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার র্যামন সিমন্ডসও। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচের জন্য তাঁদের দলভুক্ত করা হয়েছে শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডসের জায়গায়। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই ছিলেন আকিল ও সিমন্ডস। এখন ওয়ানডে স্কোয়াডেও জায়গা পেলেন তারা। কাঁধের চোটে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ২৬ বছর বয়সী পেসার জোসেফ। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু এক বিবৃতিতে সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানায়, তাঁকে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর সুপারিশ...