ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস কোথায় থাকেন কেউ জানে না। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।ফলে এবার একটি সিনেমা থেকে বাদ দেওয়া হলো তাকে।‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। এই ছবিরই নায়ক হিসেবে তাকে নেওয়া হয়েছিল। নতুন করে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। ফেরদৌসকে বাদ দিয়ে অন্য কাউকে নায়ক হিসেবে নেওয়া হবে জানিয়েছেন নির্মাতা আরিফুর জামান আরিফ। সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকছে গল্পে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নেন। পরবর্তী সময়ে নানা জটিলতায় কাজ আর এগোয়নি। এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তার অপেক্ষায় থেকে নির্মাতা...