সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরেছিলেন উসমান দেম্বেলে। ছয় সপ্তাহ পর আবারও মাঠে ফিরছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার পিএসজি খেলবে জার্মান ক্লাব লেভারকুজেনের মাঠে। এই ম্যাচ দিয়েই ফিরতে পারেন দেম্বেলে, এমনই খবর দিয়েছে এএফপি। লিগ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে পিএসজি। ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে অবশ্য জার্মানিতে যাওয়ার আগে বলেন, 'আমি জানি না ইনজুরি আক্রান্ত খেলোয়াড়রা কবে ফিরবেন। ক্লাব খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে কোন ঝুকি নিতে চায় না।' এই মৌসুমে সেভিয়া থেকে লেভারকুজেনে যোগ দিয়েছেন ফরাসি সেন্টার ব্যাক লোইক বাদে। পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, 'আমার ঘরের ক্লাবের বিপক্ষে খেলবো, অবশ্যই এই ম্যাচটি আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। আমার মতে তারা (পিএসজি) এখন বিশ্বের সেরা ক্লাব।' ইংলিশ ক্লাব আর্সেনালও এবার চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই...