ইরান, রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘকে জানিয়েছে যে ২০১৫ সালের তেহরান পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে ইরানের পরমাণু ইস্যু বিবেচনা বন্ধের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে তিন দেশ উল্লেখ করেছে, রেজুলেশন ২২৩১–এর আওতায় থাকা সব ধারা ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে কার্যকারিতা হারিয়েছে। এই রেজুলেশনই ছিল যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা (JCPOA)–এর অনুমোদনকারী নথি, যার মেয়াদ ছিল ১০ বছর। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (E3) পক্ষ থেকে তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালুর প্রচেষ্টা আইনগত ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ। তারা নিজেদেরই JCPOA ও রেজুলেশন ২২৩১-এর অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায়, এখন এই ধারাগুলোর দাবি তোলার বৈধতা তাদের নেই। তেহরান, মস্কো ও বেইজিংয়ের মতে, রেজুলেশন ২২৩১-এর সমাপ্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান পরমাণু...