আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে বিনিয়োগ-সংক্রান্ত ছয় সংস্থা একীভূত করা হবে। নতুন সংস্থার পরিচালনা পর্ষদ গঠনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সার্বিক পথনকশা তৈরির জন্য আগামী মাসে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নতুন সংস্থার কাঠামো ও আইনি ভিত্তি তৈরি করবে। দেশে বর্তমানে বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শীর্ষ ছয় প্রতিষ্ঠান হচ্ছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিডার কর্মকর্তারা জানান, এই ছয় সংস্থাকে একীভূত করে বিনিয়োগ প্রচার ও অনুমোদনের ক্ষেত্রে একটি ‘সিঙ্গেল...