ঘোষিত পাঁচদফা দাবি পূরণে রাজধানীতে আরও সাতটি দলের সঙ্গে মিল রেখে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর বায়তুল মোকাররম ও মহাখালীতে সমাবেশে বক্তারা উল্লেখ করেছেন, ‘আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করতে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করছে। জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে।’ বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ তা’য়ালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু পাকিস্তানের ২৪ এবং বাংলাদেশের ৫৪ মোট ৭৮ বছরে কোনও সরকার দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেনি। অথচ পাকিস্তানে স্বপ্লদ্রষ্টা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ হাতে কোরআন নিয়ে কোরআনকে পাকিস্তানের সংবিধান বলে ঘোষণা দিয়েছিলেন।’ ‘কিন্তু তা কাজে...