এসময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’. ‘আমরা ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘হত্যাকাণ্ড যেখানে, লড়াই হবে সেখানে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ প্রভৃতি স্লোগান দেন। কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এশা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এসেও যদি কোনো ছাত্রনেতা বা সাধারণ মানুষকে রক্ত ঝড়াতে হয়, তাহলে জুলাই-আগস্টের চেতনা অনেকাংশেই বৃথা যায়। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় টিকে আছে, তাঁদেরকে এখন কবরে যেতে হচ্ছে। তাই অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে এবং খুনিদের বিচারের আওতায় আনতে হবে।’ সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘৫ আগস্টের পর থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হচ্ছে। কিন্তু ইন্টেরিম সরকার একটিরও সুষ্ঠু তদন্ত না করে চুপ করে ক্ষমতায় বসে আছে।...