সোমবার বিজয় ভাষণ দেন বলিভিয়ার নয়া প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় দুই দশকের বামপন্থি শাসনের অবসান ঘটেছে। দেশটির নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ। রক্ষণশীল নেতা হোর্হে ‘টুতো’ কিরোগাকে হারিয়ে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে জয়ী হয়েছেন মধ্যপন্থি রদ্রিগো পাজ। খবর আলজাজিরা ও বিবিসি অনলাইনের।তার জয় দেশটিতে প্রায় দুই দশকের বামপন্থি শাসনের অবসান ঘটাল, দেশটিতে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সেনেটর পাজ রান অফে ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টে পাজের দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভালোভাবে দেশ শাসনে তাকে অন্যদের সঙ্গে জোট গঠন করতে হবে। আগামী ৮ নভেম্বর নতুন প্রেসিডেন্ট লাতিনের দেশটির দায়িত্বভার নেবেন তিনি। সোমবার এক বিজয় ভাষণে রদ্রিগো...