২০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে এক হাজারেরও বেশি অ্যাপ বন্ধ হয়ে যায়। এসব অ্যাপ ব্যবহার করতে না পারা নিয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখেরও বেশি অভিযোগ জমা পড়ে বলে জানায় বিভিন্ন প্ল্যাটফর্মের সেবা বিভ্রাট নজরদারি সংস্থা ডাউনডিটেকটর। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে এবং এখনো অভিযোগগুলো নিয়ে কাজ হচ্ছে। সোমবার সকালে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবার বিভ্রাটের ফলে বিশ্বব্যাপী শত শত প্ল্যাটফর্ম অফলাইনে চলে যায়। স্ন্যাপচ্যাট, জুম, ডুয়োলিঙ্কো, ক্যানভাসহ অনেক ব্যাংকের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারেও সমস্যা হয়। অ্যামাজন বলেছে, তারা উত্তর ভার্জিনিয়ায় তাদের ক্লাউড কম্পিউটিং কার্যক্রমের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সমস্যাটির সমাধান করেছে এবং পরিষেবাগুলো পুনরুদ্ধার হচ্ছে।...