প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ফরাসি রাজপরিবারের মহামূল্যবাদ অনেক গয়না চুরি হয়েছে। রোববার (১৯ অক্টোবর) প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই দুর্ধর্ষ চুরিতে চোরেরা অন্তত এমন আটটি মহামূল্যবান গয়না নিয়ে পালিয়েছে, যেসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাদুঘরের গ্যালারি দ্য অ্যাপোলনে চুরির ঘটনা ঘটে। ১৬৬১ সালে রাজা চতুর্দশ লুই নির্মাণ করেছিলেন। সোনালি কারুকাজ আর অসাধারণ চিত্রকর্মে সজ্জিত এই হল পরে ভার্সাই প্রাসাদের বিখ্যাত ‘হল অব মিররস’-এর অনুপ্রেরণা হয়ে উঠেছিল। চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের (প্রথম নেপোলিয়ন) উপহার দেওয়া একটি দুর্লভ পান্না হার। ১৮১০ সালে দ্বিতীয় স্ত্রী মারি-লুইজকে বিবাহ উপলক্ষে এটি তিনি উপহার দিয়েছিলেন। এই হারে রয়েছে ৩২টি পান্না ও ১ হাজার ১৩৮টি হিরা। একই সেটের একটি কানের দুলের জোড়াও চুরি হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনকয়েক মিনিটে...