ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ঘরোয়া তথা বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের হয়ে আজ প্রথম খেলতে নামলেন। এই মিডফিল্ডারের অভিষেক ম্যাচেই জয় পেয়েছে কিংস। বাংলাদেশ ফুটবল লিগে তপুরা ২-১ গোলে ফর্টিসকে হারিয়েছে। আগের ম্যাচে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করে লিগ শুরু করেছিল তারা। এই জয়ে ফর্টিসকে হারানোর উচ্ছ্বাস নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করতে যাচ্ছে কিং। কাল সকালে ঢাকা ছাড়তে যাচ্ছে দলটি। আগামী ২৫ অক্টোবর আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে তারা। সোমবার কিংস অ্যারেনায় প্রথম মিনিটের আক্রমণ থেকেই গোল তুলে নেয় কিংস। রাফায়েল আগুস্তোর লম্বা ক্রসে বক্সে ফাঁকায় থাকা ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেজ নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেইরা কিছুই বুঝে...