রোদ ঝলমলে সকাল। মিরপুরের মখমলের গালিচা একদিন পর আবার প্রাণবন্ত। সপ্তাহের প্রথম দিন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডের পর একদিনের বিশ্রাম পেয়েছিল। আজ আবারও ২২ গজে ব্যাট-বলের ঠুকঠাক শব্দ। সকালে ১০টা থেকে মধ্য দুপুর পর্যন্ত চলে স্বাগতিকদের অনুশীলন। দুপুর ২টা থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ক্যারিবীয়ানরা ঘাম ঝরিয়েছেন। কালো মাটির উইকেট। প্রথম ওয়ানডে দিয়েই সিরিজের বাকি দুটিতে কেমন পরীক্ষা দিতে হবে তা বোঝা হয়ে গেছে দুই দলের। তাইতো সব পরিশ্রম, ঘাম ঝরানো স্পিনে পরীক্ষা দিয়েই। বাংলাদেশ দল এরই মধ্যে স্পিন বহরে নাসুম আহমেদকে যুক্ত করেছে। সফরকারীদের সুযোগ থাকলে নিশ্চিত তারাও কিছু করতো। আপাতত সেই সুযোগ নেই। তাইতো যাদের নিয়ে এসেছে তাদের নিয়েই স্পিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ড্যারেন স্যামির শিষ্যরা। বাংলাদেশের অনুশীলনে আজ কিছুটা ছিল ভিন্ন। দুটি বিষয় নতুন করেই যুক্ত...