৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই ৫টি জাতীয় রেকর্ড হয়েছে। সাতার ইভেন্টে পাঁচ রেকর্ডের মধ্যে কাজল মিয়া এককভাবে দু‘টি এবং এককভাবে একটি আরেকটি রেকর্ড গড়েছেন সঙ্গী হন সামিউল ইসলাম রাফি। নারী রিলে ইভেন্টে হয়েছে আরেক রেকর্ড। সোমবার (২০ অক্টোবর) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হওয়া চার দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি। নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে আলো ছড়িয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। পুরুষদের সাঁতারে...