চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার। কিন্তু বদলি হিসেবে দুজন পেসারকে নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। এক পেসারের সঙ্গে নেওয়া হয়েছে এক স্পিনারকে। প্রথম ওয়ানডের অভিজ্ঞতার পর অবশ্য এই সিদ্ধান্তে বিস্ময়ের কিছু নেই। মিরপুরের স্পিন-স্বর্গে তো স্পিনারদেরই জয়জয়কার! চোটের কারণে সিরিজ শেষ হয়ে গেছে শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডসের। বাংলাদেশের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ের আগে এই দুজনের বদলে দলে নেওয়া হয়েছে আকিল হোসেন ও র্যামন সিমন্ডসকে। ব্লেডসের চোট গুরুতর। পিঠের নিচের অংশর স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এই সফর তো বটেই, সামনে নিউ জিল্যান্ড সফরেও যেতে পারবেন না বাঁহাতি এই পেসার। দেশে ফিরে পুনবার্সন চলবে তার। কদিন আগেই চোট থেকে সেরে ওঠা জোসেফ কাঁধে অস্বস্তি অনুভব করেন গত শুক্রবার মিরপুরে অনুশীলন সেশনে। স্ক্যান করানোর পর পরামর্শ দেওয়া হয়েছে ইংল্যান্ডে কোনো বিশেষজ্ঞ দেখানোর। বাংলাদেশ...