বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা। সোমবার (২০ অক্টোবর) বিডার পক্ষ থেকে জানানো হয়, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই সফর চলবে। প্রতিনিধিদলে বিডা ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা রয়েছেন। সফরটি বাস্তবায়িত হচ্ছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির কারিগরি সহায়তায়। সফর চলাকালীন সময়ে ২১ থেকে ২৩ অক্টোবর কোরিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বৈদ্যুতিক সরঞ্জাম, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, বস্ত্র, রসায়ন ও ভারী নির্মাণ শিল্পে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে। এছাড়া...