ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর সার্ভারে বিভ্রাট দেখা দেওয়ায় আজ সোমবার বিশ্বজুড়ে হাজারেরও বেশি অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে। বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনসহ বন্ধ হয়েছে গুরুত্বপূর্ণ সব প্ল্যাটফর্ম। এ তালিকায় আছে স্ন্যাপচ্যাট, রেডিট, ক্যানভা, স্টারবাকস, রবলক্স, রিং ও লয়েডস ব্যাংক-এর মতো প্রতিষ্ঠানসমূহ। সার্বিকভাবে অ্যামাজনের ক্লাউড সেবায় বিভ্রাটের দরুন ক্ষতিগ্রস্ত হয়েছে সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, গেমিং প্ল্যাটফর্মসহ বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট। আজ এসব প্ল্যাটফর্মগুলোতে গ্রাহকরা সকাল থেকেই কাঙ্খিত সেবা নিতে এসে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং প্রতিষ্ঠানগুলোর কাছে অভিযোগ করেছেন। অনলাইন বিভ্রাট পর্যবেক্ষণ করার সাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৬ দশমিক ৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আজ বিভ্রাটের সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন। সার্বিকভাবে ১ হাজারেরও বেশি অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে। ডাউনডিটেক্টর আরও জানিয়েছে, শুধু যুক্তরাজ্যের ব্যবহারকারীদের কাছ থেকেই দুপুর ১২টা ৩০ মিনিট...