দেশের পুলিশের সক্ষমতা বাড়াতে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পদে মোট চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (২০ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি। শর্তানুযায়ী, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত এই পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ী করণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ...