বেনাপোল-পেট্রাপোল রেলপথে বন্ধ হয়ে গেছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি। গত ৬ মাস ধরে কোনো পণ্য না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। সাজেদুর রহমান জানান, রেলে খাদ্যপণ্যের পাশাপাশি কাচামাল, ট্রাক্টর ও বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হতো। রেলে পণ্য আমদানিতে সময় ও খরচ কমায় লাভবান হতেন ব্যবসায়ীরা। কিন্তু গত ৬ মাস ধরে আমদানি-রপ্তানি না হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যা কেটে গেলে রেলে পণ্য আমদানির আশা করছেন রেল কর্তৃপক্ষ। এক কর্মকর্তা বলেন, আগে প্রচুর পণ্য রেলপথে আমদানি হতো। কিন্তু হঠাৎ করে সেই...