আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর অধীনে দুটি প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার (আগামীকাল) থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দল।এই সফরে জয়-পরাজয়ের চেয়ে দলের পারফরম্যান্সের উন্নতিকেই বড় করে দেখছেন প্রধান কোচ পিটার বাটলার। এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। থাইল্যান্ড সফরের আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের আবাসিক ক্যাম্প করেছে দল। তবে ভুটানের ঘরোয়া লিগে খেলায় ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দাসহ মোট ৯ জন খেলোয়াড় পুরো ক্যাম্পে থাকতে পারেননি। তবে দেরিতে যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়ে চিন্তিত নন কোচ বাটলার। তিনি বলেন, “যদিও তাদের জন্য মানিয়ে নেওয়াটা কিছুটা কঠিন, কিন্তু তারা আমাদের...