জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোট সরকার গঠনে তাদের অংশীদার জাপান ইনোভেশন পার্টির ( জেআইপি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি ও সমর্থনের ফলে এলডিপির শীর্ষনেতা সানায়ে তাকাইচি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির। আজ সোমবার (২০ অক্টোবর) এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামীকাল মঙ্গলবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে যে ভোটাভুটি হতে যাচ্ছে, তাতে বিজয়ী হয়ে সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে। বিজয়ী হলে আগামীকালই তিনি তার অফিস শুরু করবেন বলে আশা করছে তার দল। আজ জেআইপির সহপ্রধান হিরোফুমি ইয়োশিমুরার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর এলডিপি প্রেসিডেন্ট তাকাইচি বলেন, ‘জাপানের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, দেশকে নতুন মাত্রা দিতে আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতার জন্য আমি আপনাদের সঙ্গে কাজ করতে অধীর...