চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রফতানি ৬ হাজার ১৪৬ টন থেকে কমে ৫ হাজার ৭৭৪ টনে নেমেছে। আগস্টে সাত মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি হওয়ার পর এই পতন হলো। বছরভিত্তিক হিসাব করলে সেপ্টেম্বরের রফতানি ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আগের মতোই রেয়ার আর্থ চুম্বক রফতানির জন্য লাইসেন্স কঠোরভাবে যাচাই করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন আবারও এই নিয়ন্ত্রণ ব্যবহার করে বেসামরিক বাণিজ্যিক ব্যবহারকারীদের ওপর প্রভাব বিস্তার করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর রফতানি সীমিত করতে পারে। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সিনিয়র বিশ্লেষক চিম লি বলেন, রেয়ার আর্থ চুম্বকের রফতানির এই ওঠাপড়ার প্রমাণ যে চীন আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় মূল কার্ডটি হাতে রেখেছে। ইউরেশিয়া গ্রুপের চীন পরিচালক ড্যান ওয়াং বলেন, চীনের রেয়ার আর্থ রফতানি নিয়ন্ত্রণের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার।...