একাত্তর এবং চব্বিশের বিপ্লবে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে কিছু মানুষ ‘ভাঙন ধরাতে চায়’ অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এই ভাঙনের ‘বিপক্ষে’। বিভাজন নয়, ‘ঐক্যের রাজনীতি করার’ দৃঢ় প্রত্যয় জানিয়েছেন বিএনপির মহাসচিব। বর্তমান সময়টি ‘অনেক কঠিন’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে একাত্তর সালের যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, যে ঐক্য সৃষ্টি করেছি, চব্বিশের বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙাতে চায়। “আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশের মানুষ এক, আমরা যারা এই ভূখণ্ডে বাস করি আমরা সবাই এক…হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উরাং সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের প্রতিটি...