আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহলে সংশয় থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো সংশয় নেই। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, “অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে। আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, আমরাও প্রস্তুত।” সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রাক প্রস্তুতিমূলক বৈঠক। এতে অংশ নেন সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, এনটিএমসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠকে সভাপতিত্ব করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বৈঠকের পর ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কারও মধ্যেই কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং তারা সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ বৈঠকে ১৩টি মূল ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল, ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায়...