জাতীয় সাঁতারের প্রথম দিনে আলো ছড়ালেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। দুজনেই গড়েছেন দুটি করে রেকর্ড। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে রেকর্ড গড়ে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহনী। ২০০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ৫৫ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের রেকর্ড ভেঙেছেন কাজল। পরে ২০০ মিটার বাটারফ্লাইয়ে গত বছর নিজের গড়া রেকর্ডই ভেঙেছেন তিনি; এবারের টাইমিং ২ মিনিট ৫ দশমিক ৯৫ সেকেন্ড। নৌবাহিনী দলে কাজলের সতীর্থ রাফিও গড়েছেন জোড়া রেকর্ড। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে গত বছর নিজের করা ২৬ দশমিক ৭৯ সেকেন্ডের রেকর্ড এবার ২৬ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন রাফি। পরে ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সাথে রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি।...