বিএনপি দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সভায় হিন্দু সম্প্রদায়ের সোমনাথ দে, কপিল কৃষ্ণ মন্ডল, সমেন সাহার নেতৃত্বে প্রায় ৫০ জন বিএনপিতে যোগদান করেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালেই রেইনবো স্টেটের বিষয়ে বলেছিলেন, যেখানে সব ধর্ম, মত ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়েই আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে বিভাজনের রাজনীতি করেছে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, দেশের মানুষ প্রতিশোধ ও প্রতিহিংসার চিত্র দেখতে চায় না, বরং...