ফের আন্তর্জাতিক ভলিবল আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে। সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বুধবার থেকে শুরু হতে যাওয়া কাভা কাপ ঘিরে স্বাগতিক বাংলাদেশের দুই লক্ষ্য। লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বিশ্ব র্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশের নাম। তাই প্রথম লক্ষ্য র্যাংকিংয়ে ফেরা। আর ছয়জাতি আসরে শিরোপা জিতেই র্যাংকিং তালিকায় প্রত্যাবর্তনের কাজটা করতে চায় বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। সবশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল কাভা কাপ। সে আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালেও কাভা কাপ হয়েছিল। সেখানেও সেরা বাংলাদেশ। তবে সে আসরটি অনূর্ধ্ব-২৩ দল নিয়ে হয়েছিল। ভলিবলের বর্তমান র্যাঙ্কিংয়ে আছে ১০১টি দেশ। ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় র্যাংকিং তালিকা থেকে বাদ পড়ে...