মাগুরার অধিকাংশ কলেজের ফলাফল খারাপ হয়েছে। তার মধ্যে তিনটি কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। কলেজ তিনটি হল- মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী কলেজ, রাওতড়া হৃদয়নাথ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর উপজেলার বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। এই তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি বলে অভিভাবকরা চরম হতাশায় ভুগছেন। সচেতন মহলের মাঝে চলছে নানা গুঞ্জন। জেলার শিক্ষাব্যবস্থা নিয়ে তোলা হচ্ছে নানা প্রশ্ন। মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, পাশের হার শূন্য হওয়া তিনটি কলেজই নন এমপিও ভুক্ত। যার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষক, পাঠদান পদ্ধতি ও একাডেমিক তদারকির অভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, মোহাম্মদপুর উপজেলার বীরেন সিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সমস্ত কার্যক্রম চালানো হতো মাগুরা...