বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের জন্য পরবর্তী পাঁচ থেকে দশ শতাংশদরপতনই স্বর্ণে বিনিয়োগের জন্য উপযুক্ত সময়। সোমবার ২০ অক্টোবর সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে। এ সপ্তাহের শেষে এটি ৪ হাজার ২৪৯ দশমিক ৯৪ ডলারে নেমে এসেছে। অর্থাৎ স্বর্ণের দাম শূন্য দশমিক ৯৪ শতাংশ হ্রাস পেয়েছে। মূল্যবান এই ধাতুটি রেকর্ড উচ্চতার কাছাকাছি লেনদেন করছে। এই কারণে খুচরা বিনিয়োগকারীদের নগদ অর্থ ধরে রাখার এবং দাম হ্রাসের সময় বাজারে প্রবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সকাল ৯টায় এটি ৪ হাজার ২৬৬ দশমিক ২ ডলার প্রতি আউন্সে লেনদেন করছিল, যা শূন্য দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের শহর হিসেবে পরিচিত দুবাইতে মূল্যবান এই ধাতুটির...