বাংলাদেশ ফুটবল লিগে প্রথম ম্যাচের হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় ম্যাচে দলটির জার্সিতে বাংলাদেশের লিগে অভিষেক হলো ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেলের।বিশেষ এই ম্যাচটি জয় দিয়েই রাঙাল কিংস। সোমবার নিজেদের দুর্গ বসুন্ধরা কিংস অ্যারেনায় তারা ফর্টিস এফসিকে ২-১ গোলে পরাজিত করেছে। দলের হয়ে গোল দুটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ ও মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিম। ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন ওকাফোর। এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এদিন ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বসুন্ধরা কিংস। প্রথম মিনিটেই এর ফলও পেয়ে যায় তারা। মাঝমাঠ থেকে রাফায়েল আগুস্তর...