দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রধান এ বন্দর দিয়ে প্রায় ৯০ শতাংশ বৈদেশিক বাণিজ্যের আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর এখন প্রায় স্থবির। এখানে প্রতিদিন প্রায় ১০ হাজার পণ্যবাহী যানবাহন চলাচল করে। এক দিনের স্থবিরতাই যখন যানজট সৃষ্টি করে, তখন টানা চার দিনের অচলাবস্থা অর্থনীতির জন্য এক ভয়াবহ অশনিসংকেত। যদিও গাড়ির মালিকদের সংগঠনগুলো তাদের কর্মসূচী আপাতত স্থগিত করেছে। অন্যদিকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য খালাসে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন প্রতিদিন চার ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে। তাদের দাবি সপ্তাহজুড়ে এই কর্মবিরতি চলবে। যদি এভাবে ধারাবাহিকভাবে একের পর এক সংগঠন কর্মবিরতি চালিয়ে যায় তবে দেশের ব্যবসা-বাণিজ্যে তার নেতিবাচক প্রভাব পড়বেই। সরকার ও ব্যবসায়ী দু’পক্ষকেই একটি সমঝোতায় আসতে হবে দেশের স্বার্থে। ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই বন্দরে দেখা দিয়েছে এই অচলাবস্থা। রপ্তানিপণ্য জাহাজে...