মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অবৈধ মাদক নেতা’ আখ্যা দিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে এক পোস্টে দাবি করেন, প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়াজুড়ে ‘মাদকদ্রব্যের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করছেন।’ তিনি পেত্রোকে ‘নিম্ন মানের এবং খুবই অজনপ্রিয়’ নেতা বলে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন, পেত্রোর ‘মাদক কার্যক্রম বন্ধ করে দেওয়া ভালো,’ নয়তো যুক্তরাষ্ট্র এই দেশটির জন্য তহবিল কমিয়ে দেবে। ট্রাম্প আরও বলেন, ‘এই মাদক উৎপাদনের উদ্দেশ্য হলো প্রচুর পরিমাণে পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করা, যা মৃত্যু, ধ্বংস এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ তিনি বলেন, কলম্বিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের অর্থ ও ভর্তুকি একটি প্রতারণা। জাতিসংঘের তথ্য অনুসারে, কলম্বিয়া বিশ্বের...