বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে প্রার্থী হতে চান। জোটের কাছে আরও কিছু আসন চায় তাঁর দল। তিনি জানান, তাঁর দল ‘জবাবদিহির গণতন্ত্র’ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারে বিশ্বাসী। গণ-অভ্যুত্থানের চেতনায় জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় এনডিএম। ন্যায়ের প্রতি সমর্থন আর গণমানুষের অধিকার রক্ষায় সরব থাকার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলের প্রার্থী বাছাই ও প্রচারসহ নির্বাচনের নানা প্রস্তুতি চলছে আঁটঘাট বেঁধেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এনডিএম। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘যুগপৎ আন্দোলনে আমরা সবাই একত্রিত ছিলাম। একত্রিত থাকা হিসেবে আগামী নির্বাচনে জোটবদ্ধ থাকার প্রয়াস আমাদের প্রথম থেকেই ছিল। সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। যুগপৎ আন্দোলনের নেতৃত্বে ছিল...