২০ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম গলফের জীবন্ত কিংবদন্তি ররি ম্যাকলরয়কে দেখেই খেলাটির প্রতি আগ্রহ জন্মায় বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান গলফার শেখ মোহাম্মদ সামির হোসেনের। গলফ খেলা শিখেই জুনিয়র প্রতিযোগিতায় একের পর এক ট্রফি জিতে এখন তিনি অ্যামেচার গলফার। সামিরের চিপিং, পাটিং, সুইং অনেকটাই ম্যাকলরয়ের মতো। জিততে চান ইউরোপীয়ান ট্যুর, পিজিএ ট্যুরের মতো গলফের সেরা সব আসরের শিরোপা। বাংলাদেশের সম্ভাবনাময় এই অ্যামেচার গলফার এবার বাহরাইনে শুরু হওয়া ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নিতে যাচ্ছেন। এই আসর নিয়ে সামিরের আকাশ ছোঁয়া স্বপ্ন। তার লক্ষ্য ইয়ুথ গেমস থেকে স্বর্ণপদক জিতে দেশের মান বাড়ানো। মঙ্গলবার রাত ৮টায় বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সামির। এর আগে সোমবার গণমাধ্যমকে তিনি বলেন,‘আমার এখন একটাই লক্ষ্য বাহরাইনের মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ানো।...