বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলমান অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলা আন্তর্জাতিকভাবে দেখানো দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ। তিনি আশ্বস্ত করেছেন, এই পরিস্থিতি ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না। সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, সরকারকে অবশ্যই এই ধরনের ঘটনা নিয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে মন্তব্য করে রিজভী বলেন, কমিশন এখন পর্যন্ত দৃঢ় অবস্থান দেখিয়েছে এবং আইন ও নীতির মধ্যে থাকা বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করছে। তার মতে, সব মিলিয়ে কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন আয়োজন সম্ভব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রশাসনের ভেতরের দুর্নীতিবাজ বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত লোকদের...