ফর্টিস এফসিকে নিজেদের কিংস অ্যারেনাকে ভেন্যু হিসেবে ব্যবহার করতে দিয়ে যেন নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল বসুন্ধরা কিংস। এ মাঠে শেষ চার ম্যাচে ফর্টিসকে হারাতে পারেনি তারা। গত বছর ফেডারেশন কাপে ফর্টিস জিতেছিল ২-০ ব্যবধানে। এরপর টানা তিন ম্যাচ ১-১ ড্র হয়। সেপ্টেম্বরে চলিত ফেডারেশন কাপের ম্যাচ বসুন্ধরা পারেনি জয়ের মুখ দেখতে। জয়ের সেই অপেক্ষা অবশেষে ঘুঁচেছে। নিজেদের মাঠে ভয়ঙ্কর প্রতিপক্ষ ফর্টিসকে শেষ পর্যন্ত হারিয়েছে তারা। সোমবার ২-১ গোলে জিতেছে কাগুজে সেরারা। বাংলাদেশ ফুটবল লিগেও পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রথম জয়ের দেখা পেয়েছে। জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ বসুন্ধরা কিংস কুয়েত যাবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ নিতে। মানিকগঞ্জে দিনের অপর ম্যাচে পিডব্লিউডি ১-০ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। দ্বিতীয় রাউন্ডের এই দুই ম্যাচের পর ফের লম্বা বিরতিতে যাচ্ছে লিগ। বসুন্ধরা কিংসের এএফসি...