নব্বই দশকের শেষের দিকে চলচ্চিত্রে আবির্ভাব হয়েছিল শাকিল খানের। আমার ঘর আমার বেহেশত, নারীর মন, বিয়ের ফুল, এই মন তোমাকে দিলাম, বর্ষা বাদল, বলোনা ভালোবাসি, সাথী তুমি কার, তোমাকেই খুঁজছি-সহ আরও অনেকগুলো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তখন শাবনূর, পপি, পূর্ণিমা, মৌসুমীদের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছিলেন শাকিল খান। সেইসব সিনেমার কিছু কিছু গান আজও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। তবে শাকিল খানের সেই ব্যস্ততা বেশি বছর দীর্ঘ স্থায়ী হয়নি। তিনি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু কেন? ২৪তম সিজেএফবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সেই বিষয়ে শাকিল খান বলেন, আমার পরিবার সংস্কৃতিমনা এটা সত্য, কিন্তু তারা কোনো ধরনের ভালগার বা অপসংস্কৃতি দেখতে চায় না। কন্টিনিউ ইন্ডাস্ট্রিতে তখন অসামাজিক কার্যকলাপ চলছিলো। এর ফলে আমি...