ফিফার আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে নেমেছে ক্লাবগুলো। বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল লিগে ২-১ গোলে জয় পেয়েছে ফর্টিস এফসির বিপক্ষে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে পিডব্লিউটি স্পোর্টস ক্লাব। কিংস অ্যারেনায় খেলার শুরুর মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন ডোরিয়েলটন গোমেজ। ৬০ মিনিটে ব্যবধান বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। নির্ধারিত সময়ের পর যোগ করা সমেয়ের চতুর্থ মিনিটে ফর্টিস এফসির একমাত্র গোলটি করেন ওকাফোর।...