ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। আকাশ পথের প্রধান বাণিজ্য কেন্দ্র। সেই বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুন লাগে শনিবার দুপুরে। দীর্ঘ কয়েক ঘণ্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় বিপুল পরিমাণের পণ্য, যেগুলো প্রধানত পোশাক কারখানার কাপড়সহ বিভিন্ন রকমের দাহ্য পদার্থ। ১৩টি ফায়ার ষ্টেশনের ৩৭টি ইউনিটের ২৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে একই সঙ্গে কাজ করেছে আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন সংস্থা। আগুন নেভাতে গিয়ে ২৫ আনসার সদস্যসহ আহত হন ৩৫ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকাগামী এবং বিদেশমুখী সব ফ্লাইটের গতিপথও পরিবর্তন অথবা বাতিল করা হয়েছে। ফলে স্বভাবতই ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। আগুন নিয়ন্ত্রণে আসার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, সার্বিক ক্ষয়ক্ষতি কত হয়েছে...