বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি ও লুটপাটও থাকবে না।” সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরার তালা উপজেলা সদরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক পরোয়ার কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ এবার দাড়ি-পাল্লায় ভোট দিতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “১৯৯১ সালে কোনো জোট ছাড়া তালা-কলারোয়ায় জামায়াতের প্রার্থী শেখ আনছার আলী বিজয়ী হয়েছিলেন। তখন মানুষ ভাবত—হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। এখন সময় বদলেছে, তালা-কলারোয়ায় হিন্দু মানে দাড়ি-পাল্লা।” বিএনপির এক নেতার বক্তব্যের সমালোচনা...